চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২ | আপডেট: ৭:৩৫:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ডিপো মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকাল ৫ টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদ। 
 
জানা যায়, ডুমুরিয়া উপজেলার মালতিয়া মোড়ে মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান তার ডিপোতে লোকজন নিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল।
 
এ সংবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিপো মালিককে ৫হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিপো সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়।
 
এসময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও ডুমুরিয়া থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা