চুকনগরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯ | আপডেট: ৫:৩৫:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

চুকনগর(খুলনা) প্রতিনিধি:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ‘লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু। বক্তব্য রাখেন প্রহ্লাদ ব্রহ্ম,স্বপন দেব, রফিকুল ইসলাম, মোফাজ্জেল হোসেন, যুবলীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম, যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক সম ইকবল হোসেন সালাম, ইমরান হুসাইন, ইয়াসিন হোসেন প্রমুখ। এরপর চুকনগর মডেল মহিলা কলেজের উদ্যোগে অধ্যক্ষ এম এ মঈনের সভাপতিত্বে অনু্িষ্ঠত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন প্রভাষক জাহিদুর রহমান, আব্দুর রব, জাকির হোসেন,আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, হেলাল উদ্দীন প্রমুখ। দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রধান শিক্ষক শেখ মোঃ বজলুল রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন এস এম নুর ইসলাম, তরুন সরকার, আব্দুল হানিফ, হাফিজুর রহমান,মাওঃ আব্দুল আজিজ প্রমুখ। আটলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ এম এ জলিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আফজাল হোসেন, মোসলেম উদ্দীন মোড়ল প্রমুখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক