কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে মিথ্যা পোষ্ট দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০ | আপডেট: ৫:৪৫:অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

মশিয়ার রহমান:
যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর আজিজিয়া ফাযিল মাদ্রাসার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ তার ফেজবুক ওয়ালে ওই সংবাদের প্রতিবেদক কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনকে নিয়ে আপত্তিকর, কুরুচীপূর্ণ ও মিথ্যা পোষ্ট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাব নের্তৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে এ বিষয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সভার সর্বসম্মতি সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল্লাহ আল মাহফুজ তার ফেজবুক এবং তার পরিচালিত জয়যাত্রা টেলিভিশন যশোর ফেজবুক ওয়ালে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনকে নিয়ে যে আপত্তিকর, কুরুচীপূর্ণ ও মিথ্যা পোষ্ট দিয়েছেন তা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করা না হলে এবং আগামী ৭ দিনের মধ্যে কেশবপুর প্রেসক্লাবে হাজির হয়ে এজন্য ক্ষমা না চাওয়া হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উক্ত সভায় বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও আবদুল হাই সিদ্দিক, সহসভাপতি হাজী রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান টুলু, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুর ইসলাম, গ্রন্থাগার সম্পাদক শাহীনুর রহমান, নির্বাহী সদস্য কে এম কবীর হোসেন, নুরুল ইসলাম খান, আবদুর রাজ্জাক, সদস্য তন্ময় মিত্র বাপী, আবদুস সালাম, মশিউর রহমান, উৎপল দে, আব্দুল মজিদ, আব্দুল মোমিন, মতিয়ার রহমান প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক