কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ) এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক: কেশবপুর(যশোর):
যশোরের কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ) এর উদ্যোগে খুলনা বিভাগীয় শাখা পরিচালকদের সমন্ময়ে প্রশিক্ষণ কর্মশালাঅনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কেশবপুর শহরের মাইকেল রোডের প্রধান কার্যালয়ে কর্মশালায় উদ্ধোধন করেন প্যারামেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইকতিয়ার ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্যারামেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইকতিয়ার,ডেভোলপমেন্টডিরেক্টর মুজিবুররহমান, আফজাল হোসেন, আজমখান ও মিডিয়া কর্মকর্তা উৎপল দে ।এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেয় প্যারামেডিকেল এন্ড টেকনোলজি এফ.(পিটিএফ) এর কেশবপুর শাখা পরিচালক আনিচুরর হমান,কলারোয়া শাখা পরিচালক এম এ আজিজ,কালীগজ্ঞের ফিরোজ আহম্মেদ,ঝিকরগাছার আব্দূলহাই, গাংনী বজলুররহমান,তালার সৌরভ হোসেন,দর্শনার আব্দূল হান্নান,ডুমুরিয়ার আঃ কুদ্দুস,ডাক্তার আশরাফুল ইসলামপ্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় শ্রেষ্ঠ ৩ কেন্দ্র পরিচালক কে সংবর্ধনা প্রদান ও ৫১ জন কে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক