কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ | আপডেট: ১০:৫৫:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ,বাংলাদেশ আওয়ামী লীগ ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, র‌্যারী, প্রতিযোগিতামুলক চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অপরদিকে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক