জননেত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ: শাহীন চাকলাদার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর(যশোর):
জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের সাথে বাংলদেশ পুজা উদযাপন পরিষদ কেশবপুর শাখা ও দলিত মঞ্চের উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। পুজা পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকরের সভাপতিত্বে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, সভায় প্রধান অতিথি শাহীন চাকলাদার বলেন, দেশ স্বাধীনে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের মানুষের অবদান অনস্বিকার্য। জননেত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দৃড় প্রতিজ্ঞ। জনগণকে ভালবাসা দিয়ে নৌকা প্রতীকে ভোট নিতে হবে। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। আর বসে থাকার সময় নাই। নৌকা প্রতীকের গণজোয়ারে বিএনপি জামায়াত আজ দিশেহারা। আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত দল। সংগঠন শক্তিশালী হলে দল শক্তিশালী হয়। অতীতে কি ঘটেছে আর কি হয়েছে তা আমি দেখতে চাই না। আগামী ২৯ মার্চ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে। তৃণমূলের হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সকল দ্বিধা দ¦ন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের জন্য কাজ করতে হবে। শনিবার সন্ধ্যায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মতবিনিময় সভার শুরুতেই উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং দলিত মঞ্চের পক্ষ থেকে প্রধান অতিথি নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ অতিথিবৃন্দকে উত্তরীয়সহ ফুলেল শুভেচ্ছা জাননো হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বাংলদেশ পুজা উদযাপন পরিষদ কেশবপুর শাখার যুগ্ম সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালেক, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দীপক রায়, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, দুলাল চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা দলিত মঞ্চের সভাপতি স্যামুয়েল বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ, সুফলাকাটী ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদত্ত বিশ্বাস, সাগরদাঁড়ি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি সুকান্ত বিশ্বাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সাংগঠণিক সম্পাদক আফজাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, যশোর জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান শাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন খান, আওয়ামী লীগ নেতা মুনসুর আলী সরদার, মনোজ তরফদার, শহিদুজ্জামান শাহিন, মশিয়ার রহমান দফাদার, উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, সাবেক যুগ্ম আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, সাহরিয়ার রায়হান সান্টু, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আবুল বাসার খান, যুবলীগ নেতা সেলিম রেজা, সাজ্জাদ হোসেন, আল হেলাল সরদার, মহিলা আওয়ামী লীগের ফতেমা খাতুন, খাদিজা খাতুন, হীরা খাতুনসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা। কেশবপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকার বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার পুজা উদযাপন কমিটির সকল নেতা কর্মী আগামী ২৯ মার্চ ভোটের দিন পর্যন্ত কাজ করে নৌকা প্রতীককে জয়লাভ করানোর সর্বাত্মক চেষ্টা করে যাবেন। মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকা থেকে পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দরা পৃথক পৃথক ভাবে ব্যানারসহ মিছিল সহকারে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক