যশোর-৬ (কেশবপুর)আসনের উপ-নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কর্মীসভা

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ | আপডেট: ৯:৫২:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ (কেশবপুর) আসনে আগামী ২৯ মার্চ উপ-নির্বাচনে বিএনপির থানা ও পৌর কমিটির আয়োজনে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রোববার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদাক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান তপন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা আলহাজ্ব আবদুস সামাদ বিশ্বাস, প্রভাষক আবদুর রাজ্জাক, প্রভাষক আলা উদ্দীন আলা প্রমুখ। এ সময় কেশবপুর থানার ১১টি ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আগামী ২৯ মার্চ উপ-নিবাচনে সকল ভয় ভীতির উর্ধে থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক