সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নে পূনঃ ভোট গ্রহন চলছে

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯ | আপডেট: ১২:৫৪:অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ টি কেন্দ্রে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূনঃভোট গ্রহন চলছে।
সকাল ৯ টা থেকে এই ভোট গ্রহন শুরু হয়। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। এর আগে ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত হয় এখানে নির্বাচন। এই নির্বাচনে মোট ৯ টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচন হলেও বাকী ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। আজ অনুষ্ঠিত হচ্ছে এ ৫টি কেন্দ্রের নির্বাচন।
এই ৫ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯,২২১ জন। এর মধ্যে পুরুষ ৪ ৫৯৭ জন ও মহিলা ৪,৩৩৪জন।
কেন্দ্র গুলো হল,আলীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়, আলীপুর দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুলারাটি স্বতন্ত্র এবতেদিয়া মাদ্রাসা ও দক্ষিণ আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এখানে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে প্রতিদববন্দতিা করছেন মোঃ মহিউর রহমান ও ধানেরশীষ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বান্দতা করছেন মোঃ আব্দুর রউফ। দুপুর ১২ টা এই ৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৩০ পার্সেন্ট।
তবে, আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার মোঃ ইয়াছিন আলী জানান, ভোট কেন্দ্রে বাইরে সকালে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও এখন পরিস্থিতি আইনশৃখংলা বাহিনীর নিয়ন্ত্রনে রয়েছে।
উল্লেখ্য: এর আগে অনুষ্ঠিত ৪ টি কেন্দ্রের নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রউফ প্রায় সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক