আশাশুনিতে এসিল্যান্ড শাহীন সুলতানার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ | আপডেট: ১১:৪১:অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
আশাশুনিতে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা।
 
বৃহস্পতিবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার, কুল্যা ইউনিয়নের মহিষাডাংগা বাজার, কাদাকাটি ইউনিয়নের হাজির হাটখোলা বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে সামাজিক দুরত্ব বজায় না রেখে সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৬ টার পর দোকান খোলা রাখায় হাজির হাটখোলা বাজারের এক মুদি ব্যবসায়ীকে ২০০ টাকা, মহিষাডাংগা বাজারের এক মুদি ব্যবসায়ীকে ২০০ টাকা ও অকারনে ঘোরাঘুরিসহ তিন মোটরসাইকেল চালককে ১১০০ টাকা জরিমানা। সর্বমোট ১৫০০ টাকা জরিমানা করেন এবং সন্ধ্যা ৬ টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান।
 
এছাড়াও বিদেশ ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা লোকজন হোম কোয়ারেন্টাইনে আছে কিনা ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানছে কি না নিশ্চিত করেন। বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার সময় সেনা সদস্য, পুলিশ ফোর্স ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স