আর্থিক সেবা প্রদানকারী সংস্থার সাথে কমিউনিটির সমাবেশ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
উত্তরণের বাস্তবায়নে আর্থিক সেবা প্রদানকারী সংস্থার সাথে অনুষ্ঠিত কমিউনিটি সমাবেশ সভাপতির বক্তব্য রাখছেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী।

বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তাবায়নে টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি এবং ওয়াটসান কমিটির সহযোগিতায় বিভিন্ন আর্থিক সেবা প্রদানকারী সংস্থা ব্যাংক ও এমএফআই এর সাথে কমিউনিটির সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রবিবার (৫ সেপ্টম্বর) সকালে সাতক্ষীরা পৌরসভার কনফারেন্স রুমে দাতা সংস্থা সিমাভীর নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, উত্তরণ কর্তৃক বাস্তাবায়িত WASH SDG-WAI Bangladesh Sub programme Implementation Phase2 প্রকল্পের আয়োজনে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি এবং ওয়াটসান কমিটির অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী।

উত্তরণের প্রজেক্ট অফিসার (টিএন্ডএ) শেখ রুসায়েদ উল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, ডাচবাংলা ব্যাংক কর্মকর্তা ইয়াসিন আলী, আশা সংস্থার ডিএম আশরাফুল ইসলাম, উত্তরণ সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমানসহ পৌরসভার সকল পুরুষ ও নারীকাউন্সিলরগণ, পানি ব্যবসায়ী, স্যানিটেশন ব্যবসায়ী, হাইজিন ব্যবসায়ী, সকল ওয়ার্ডের ওয়াটসান কমিটির সদস্য, টিএলসিসির সদস্যবৃন্দ, সাংবাদিক, প্রাকটিক্যাল একশন ও এইচপি আশার প্রতিনিধিসহ অনেকে। উক্ত অনুষ্ঠানে ওয়াশ উদ্যক্তাদের ব্যবসার উন্নতি, ওয়াশ পন্যের গুণগত মান, স্বল্পসুদে ব্যবসায়ির ঋণ প্রদানের সুযোগসহ বিভিন্ন ওয়ার্ডে রচাহিদা ও প্রাপ্যতা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা