জিডি দায়েরের পরও সন্ত্রাসী হামলার শিকার নির্ভীক পত্রিকার সম্পাদক একরামুল হক আসাদ প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯ | আপডেট: ১০:১৬:অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯ তালা প্রতিনিধি: পাটকেলঘাটা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি দায়ের করেও শেষ রক্ষা হল না ঢাকা থেকে প্রকাশিত নির্ভীক সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আ, আ, ম একরামুল হক আসাদের। ১৪ই জুলাই রবিবার বিকাল আনুমানিক ৬ টার দিকে মির্জাপুর বাজারস্থ গোবিন্দ ঘোষের চায়ের দোকানের সামনে মনোহরপুর গ্রামের মোজাম আলীর পুত্র আব্দল কুদ্দুস ওরফে বোমা কুদ্দুস(৪৫) এর নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক একরামুল হক আসাদের উপর হামলা চালায়। তাৎক্ষণিকভাবে এলোপাতাড়ি কিল ঘুষি এবং লোহার রড দিয়ে পিটিয়ে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে। এ সংবাদ জানতে পেরে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালেও এখনো সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার বিবরণে জানা গেছে, আ.আ.ম একরামুল হক আসাদ বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎসাহী সদস্য বহু দুর্নীতির হোতা শেখ মোজাম আলীকে আবারো পকেট কমিটিতে রাখাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মধ্যে একটি গ্রুপিং তৈরী হয়। এক গ্রুপের সন্ত্রাসীরা মোজাম আলীকে স্বপদে রাখার জন্য কমিটির অন্যান্য ব্যক্তিদের হুমকি ধামকি অব্যহত রেখেছে। যে কারণে জীবনের নিরাপত্তা চেয়ে মোজাম আলীর ভাইপো রুবেলকে আসামী করে একটি সাধারণ ডায়েরী দায়ের করে সাংবাদিক আসাদ। যার জিডি নং ২৯৯, তাং- ০৮/০৭/১৯। এঘটনায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পরবর্তী কর্মসূচি দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা