তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজে নবীন বরন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯ | আপডেট: ১০:১৯:অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এম,এ, মান্নান:
তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজে চলতি শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরন রোববার সকালে অনুষ্টিত হয়েছে। সংশ্লিষ্ট মাগুরা আইডিয়াল মহিলা কলেজ’র আয়োজনে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
কলেজের গভর্নীং বডির সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মুরশিদা পারভীন পাপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন এবং মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ।
প্রভাষক ভীম কুমার মন্ডল এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল ইসলাম, মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আব্দুল হান্নান, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভঅপতি রবিউল ইসলাম মুক্তি, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সিারজুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, সংশ্লিষ্ট কলেজের ছাত্রী নেহা ও শারমীন প্রমুখ।
কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাস জানান, তালার প্রত্যান্ত মাগুরা গ্রামে এলাকার নারী শিক্ষা বিস্তারের জন্য মাগুরা আইডিয়াল মহিলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে অদ্যবদী ছাত্রী ভর্তির হার এবং বোর্ড পরীক্ষায় ছাত্রীদের কাংখিত সাফল্য অর্জন অব্যাহত রয়েছে। তিনি জানান, প্রতি বছর বিপুল সংখ্যক ছাত্রী ভর্তির ধারাবাহিকতায় চলতি শিক্ষা বর্ষেও অত্র কলেজের ৩বিভাগে ৯৬জন ছাত্রী ভর্তি হয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক