সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগে মানববন্ধন


সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনের সহকারি শিক্ষক উত্তম কুমার রায়ের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আশাশুনি উপজেলার টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসি ।
ম্যানেজিং কমিটির বিদ্যুৎশাহী সদস্য মহেন্দ্রনাথ সানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য অমৃত মন্ডল, গোপাল কৃষ্ণ মন্ডল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক উত্তম কুমার রায় বাড়িতে প্রাইভেট পড়ান এবং সেই সকল ছাত্র-ছাত্রীদেরকে দিয়ে নিজের পরিবারের কাজ করান। এমনকি তার কাছে প্রাইভেট না পড়লে ফেল করে দেওয়ার হুমকি দেন। এর প্রতিবাদ করায় একাধিক অভিভাবকদের মারপিট করার অভিযোগ তুলে ওই শিক্ষকের বহিষ্কারের দাবি করেন এলাকাবাসি। তবে মানববন্ধনের পর অভিযুক্ত শিক্ষক উত্তম কুমার রায় পলাতক রয়েছে।