পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত-৪
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় প্রতিপক্ষ পিতা-পুত্রের বিরুদ্ধে একই পরিবারের ৪জনকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারী গ্রামের কালিপদ ঢালীর ছেলে গণেশ চন্দ্র ঢালী গংদের সাথে একই এলাকার মৃত নৃপেন্দ্রনাথ ঢালীর ছেলে সুব্রত কুমার ঢালী গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সুব্রত কুমার ঢালী ও তার ছেলে প্রসেনজিৎ কুমার ঢালী তাদের লোকজন নিয়ে ঘটনার দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গণেশদের বসত বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করতে গেলে তারা পিতা-পুত্র মিলে গণেশ ও তার পরিবারকে মারপিট করে। এতে গণেশ ও গণেশের পিতা কালিপদ, মাতা বাসন্তী রাণী ঢালী ও ভাই কার্তিক চন্দ্র ঢালী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গণেশ চন্দ্র ঢালী বাদী হয়ে প্রতিপক্ষ পিতা-পুত্রকে আসামী করে এজাহার দায়ের করেছে।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা