পাইকগাছায় পানিতে ডুবে স্বামী পরিত্যক্তার মৃত্যু প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২ | আপডেট: ১০:১৭:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২ পাইকগাছার স্মরণখালীতে পানিতে ডুবে মীরা রানী মন্ডল (৩৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্মরণখালী গ্রামের পঙ্কজ মন্ডলের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ মৃগী (নিউরোলজিক্যাল) স্নায়ু রোগে ভুগছিলেন । এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির পুকুরে থালা-বাসন পরিষ্কার করার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ও স্থানীয় লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান (তুহিন) মৃতের বাড়িতে যান। থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের ঐক্যমতে ময়না তদন্ত ছাড়াই তার লাশ সৎকারের ব্যবস্থা করেন। প্রসঙ্গত, মৃত মীরা রানী মন্ডল লস্কর ইউনিয়নের কড়ুলিয়া গ্রামে বিয়ে হয়েছিল। তবে দীর্ঘ দিন পূর্বে একমাত্র ছেলেসহ স্বামী পরিত্যক্তা হয়ে পিত্রালয়ে অসহায় দিনাতিপাত করছিলেন। সর্বশেষ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন তার লাশের সৎকারের জন্য প্রয়োজনীয় কাঠ সরবরাহ করেন। সংবাদটি ৩২৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি