আশাশুনিতে পুলিশী অভিযানে ৯ আসামী গ্রেফতার প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ | আপডেট: ১০:৪৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা): আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৯ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে এএসআই পূর্নানন্দ হরি অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল আজিজ সানার পুত্র হযরত আলীকে কুল্যা এলাকা হতে ৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে ২(০২)২০২০ মামলা রুজু করা হয়েছে। এএসআই শাহজামাল পৃথক অভিযানে সিআর-৬২৪/১৮ আসামী নওয়াপাড়া গ্রামের লোকমান গাজীর পুত্র আব্দুর রহিম গাজীকে, এএসআই দেবাশিষ মন্ডল সিআর-৭৭/১৯ আসামী নাকনা গ্রামের সামাদ পাড়ের পুত্র আলমগীর পাড়কে গ্রেফতার করেন। এসআই হাসানুজ্জামান নিয়মিত মামলা ১(০২)২০২০ এর এজাহার নামীয় আসামী গদাইপুর গ্রামের মৃত আজহারুল সরদারের পুত্র আব্দুস সালাম বাচ্চু, ইউসুফ মোল্যার পুত্র জামিরুল মোল্যা ওরফে জামারুল, রশিদ গাজীর পুত্র ইউনুচ, মৃত আতিয়ার মোল্যার পুত্র কামরুল ইসলাম, নছিদ উদ্দিন মোল্যার পুত্র মুছা মোল্যা ও সাঈদ খাঁর পুত্র আফজাল খাঁকে গদাইপুর এলাকা হতে গ্রেফতার করেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১