পাইকগাছায় মিনহাজ নদী জবর দখলের আশঙ্কা ও হুমকির প্রতিবাদে মৎস্যজীবী সমিতির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীকে কেন্দ্র করে সমিতির লোকজন ও লিজ ঘেরের কর্মচারীদের জীবনাশের হুমকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও বিভিন্ন ধরণের ভয়ভূতি প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এবিএম এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি অহেদুজ্জামান খোকন। সমিতির সভাপতি লিখিত বক্তব্যে বলেন, আমরা সর্বোচ্চ ইজারা প্রদান পূর্বক ২০২৫ সাল হতে ২০৩০ সাল মেয়াদে সমিতির অনুকূলে ঐতিহ্যবাহী মিনহাজ নদী (বদ্ধ জলমহল) ইজারা গ্রহণ করি। যার সায়রাত কেস নং ১২/২০১৮। বিগত ১৮/০৭/২০১৮ ইং তারিখে ১৮-১৯৮১ নং স্মারকে জেলা প্রশাসকের কার্যালয় হতে জল মহলটি আমাদের সমিতির অনুকূলে হস্তান্তরিত করা হয়। সেই থেকে সরকারি নিয়মনীতি অনুসরণ করে আমরা শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে আসিতেছি। এদিকে পাশ্ববর্তী আমিরপুর গ্রামের একাধিক মামলার আসামী এবিএম এনামুল হক প্রকাশ্যে দিবালোকে সমিতির লোকজন ও লিজ ঘেরের কর্মচারীদের জীবনাশের হুমকি, মিথ্যা মামলাসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি অব্যাহত রেখেছে। যার ফলে তার অত্যাচার ও হুমকিতে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। সে আমাদের উপর চাঁপ প্রয়োগ করে ইজারাকৃত নদীর অর্ধেকাংশ তার নামে লিখে দেওয়ার জন্য বারবার হুমকি দিচ্ছে। নদীর অর্ধেক তার নামে লিখে না দিলে যে কোন সময় জোরপূর্বক দখল করে নিতে পারে এমন আশঙ্কা করছি। এ অবস্থায় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সমিতির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা