পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় কপিলমুনির জয়

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে। সোমবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজিত সেরা গড়ইখালী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে কপিলমুনির পক্ষে প্রথম গোলটি করেন হেমন্ত। পরে গড়ইখালীর সাগর একটি গোল করে খেলায় সমতা নিয়ে আসে। খেলার শেষ মুহূর্তে কপিলমুনির পক্ষে দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করেন স্বাধীন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী গড়ইখালীকে ২-১ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ফুটবল একাদশ জয়লাভ করে। প্রথম রাউন্ডের শেষ খেলায় উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন, জিএম ইকরামুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, আব্দুর রাজ্জাক বুলি, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, রবিউল ইসলাম, কেডি বাবু। ধারাভর্ষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু ও আশরাফুল ইসলাম টুটুল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক