আশাশুনির শ্রীউলায় জার্মান রাষ্ট্রদূতের জরুরী ত্রাণ বিতরণ

জার্মান সরকারের আর্থিক সহায়তায় সাতক্ষীরার আশাশুনিতে করোনা কালীন বন্যাদূর্গত হতদরিদ্র আড়াই হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভেলপমেন্ট এর ব্যাবস্থাপনায় শনিবার দুপুরে উপজেলার বন্যাদূর্গত শ্রীউলা ইউনিয়নে উক্ত ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরার উপ-পরিচালক জাকির হোসেন, আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সহকারী পুলিশ সুপার (দেবহাটা-আশাশুনি সার্কেল) ইয়াছিন আলী, শ্রীউলা ইউপি চেয়াম্যান আবু হেনা শাকিল, মিনার প্রজেক্ট ম্যানেজার মুনির হোসেন প্রমুখ।
জার্মান রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশ সরকারের ভুয়সি প্রশাংসা করে বলেন, বন্যাদূর্গত ও করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের পাশাপশি জার্মান সরকারও এ দেশের হতদরিদ্র মানুষের সাহায্যে কাজ করবে।
এসজি/ডেক্স