আশাশুনিতে আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষদের উত্তরণের সহায়তা

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০ | আপডেট: ৬:৫৬:অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
ঘূর্ণিঝড় আম্পানে আশাশুনি সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উত্তরণ এর পক্ষ থেকে গৃহ নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার(১৫ অক্টোবর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সামগ্রী বিতরণ করেন সদর ইউনিয়নের ট্যাগ অফিসার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান।
 
এনজিও প্রতিষ্ঠান উত্তরণ এর সার্বিক ব্যবস্থাপনায় মিজেরিয়র জার্মানির অর্থায়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উনিশ পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২১ পিচ টিন ও ১৪ টি খুঁটি এবং পঞ্চাশ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিড়া লবণের সমন্বয়ে ৩৪ কেজির একটি প্যাকেজ প্রদান করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন উত্তরণের ডেভেলপমেন্ট এন্ড কমিউনিকেশন অফিসার ইশরাত জাহান, প্রোগ্রাম অফিসার পার্থ কুমার দে, তীর্থ কুমার দে প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আব্দুস সামাদ বাচ্চু। সংবাদদাতা। আশাশুনি, সাতক্ষীরা