৩০ জানুয়ারি তালা উপজেলা জাসদের ত্রি-বার্ষিক কাউন্সিল

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
সংবাদদাতা, তালা(সাতক্ষীরা):
বাংলাদেশের অন্যতম প্রাচীনতম দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল, ৩০ জানুয়ারি ২০২০ তালা ডাকবাংলা চত্বরে  অনুষ্ঠিত হবে।  ৩ জানুয়ারি ২০১৬ তারিখ উপজেলা জাসদের সম্মেলনের মাধ্যমে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। ০২ জানুয়ারি ২০১৯ উপজেলা কমিটির মেয়াদ শেষ হলেও রাজনৈতিক নানা জটিলতার কারণে উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। পরবর্তীতে ০৯ জানুয়ারি ২০২০ তারিখ তালা উপজেলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সকলের সম্মতিক্রমে ১৬ ফেব্রুয়ারি উপজেলা জাসদের সম্মেলনের মাধ্যমে কাউন্সিল বিষয়টি সকলের সম্মতিক্রমে গৃহীত হয়। বিষয়টি কেন্দ্রীয় দপ্তরে অভিহিত করার পর উক্ত তারিখে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় কাউন্সিল ২৮-২৯ ফেব্রুয়ারি ২০২০ সফল করার স্বার্থে ৩০শে জানুয়ারির ২০২০’র মধ্যে তালা উপজেলা জাসদের কাউন্সিলরদের নিয়ে কমিটি গঠন করার নির্দেশ আসে এবং উক্ত কমিটি কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ আসে।
উক্ত কাউন্সিলে  সভাপতিত্ব করবেন তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক, শেখ জাকির হোসেন লস্কর শেলী, অধ্যক্ষ আশেক এলাহী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় কৃষক জোট, কেন্দ্রীয় কার্যকরী কমিটি, মিলন ঘোষাল, সাধারণ সম্পাদক, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা কমিটি, এস এম আব্দুল আলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা কমিটি ও সাবেক সভাপতি তালা উপজেলা কমিটি।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক