১৫ দফা দাবীতে মোংলায় নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ | আপডেট: ১২:১০:পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

বাগেরহাটের মোংলা ও খুলনা,ঢাকা, চট্টগ্রামসহ সকল নদীবন্দরে নৌ শ্রমিকদের ট্রেনিং সেন্টার স্থাপন, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র চালু, সার্ভিস বুক প্রদান, শতভাগ খাদ্যভাতাসহ ১৫ দফা দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ লাইটার শ্রমিক এসোসিয়েশন।তারা তাদের এ দাবীতে মানববন্ধন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে লাইটার শ্রমিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির মোংলা শাখার সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু ও বাবু হাওলাদার।

 

এ সময় বক্তারা বলেন, আগামী ১৯ অক্টোবর সন্ধ্যার মধ্যে তাদের ১৫ দফা দাবী মেনে না নিলে ওইদিন সন্ধ্যা থেকে সারা দেশে নৌযান শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করবে।

 


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা