হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে চলা সকল যানবাহন হাইওয়ে না চালানোর জন্য মাইকিং

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৩:৩৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
মোঃ সাইদুজ্জামান শুভ:
অবশেষে আশার মুখ দেখতে যাচ্ছে পাটকেলঘাটা থানা বাসী। মহামান্য হাইকোর্ট থেকে অবৈধ সকল যানবাহন নিষেধাজ্ঞা থাকলেও বছর খানেক পরে এসে সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে । মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অনুযায়ী সকল থ্রি হুইলার চালিত যানবাহন ইঞ্জিনভ্যান, ইজিবাইক ব্যাটারির অন্যান্য যানবাহন হাইওয়ে রোডে চলাচল করা যাবে না। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই এতদিন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকায় প্রশাসনের চোখের সামনেই  চলছে এ সকল  যানবাহন।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ যোগদান করার পরেই একের পর এক নানা অপরাধ কঠোর ভাবে দমন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ ১০ই ফেব্রুয়ারি সকাল থেকে পাটকেলঘাটা থানা এলাকায় সকল ইঞ্জিনভ্যান, ইজিবাইক, ভটভটি চালকদের সতর্কমূলক বার্তা পৌঁছে দিয়েছেন। যারা এ আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কেউ যদি এদের বিরুদ্ধে কোন তদবির করে তাহলে তাদেরকেও আইনের মুখোমুখি করা হবে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এগুলো বন্ধে এবার কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে।
উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাটকেলঘাটাবাসী। পাশাপাশি তার এ ধারাবাহিকতা বজায় থাকবে সেটাই আশা করছে এলাকাবাসী।

সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক