সেনাবাহিনী নিয়ে তালার এসিল্যান্ডের অভিযান: জরিমানা আদায় 

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ | আপডেট: ৯:০৮:অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
মোঃ সাইদুজ্জামান শুভ:
সম্প্রতিক করোনাভাইরাস কে কেন্দ্র করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ সময় তিনি বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেন।
 
এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর একটি চৌকস দল উপস্থিত ছিলেন। মঙ্গলবার(৭ এপ্রিল) বিনা কারণে ঘর থেকে লোকজন বাহির হওয়ার জন্য ১হাজার টাকা জরিমানা করেন এবং তাদেরকে সতর্ক করেন। পরবর্তীতে যদি এভাবে লোকজন আরও বের হয় তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
 
তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম সুন্দরবনটাইমস.কম কে বলেন, এ ধরনের অভিযান পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। যদি কেউ বের হয়ে সঠিক কোন কারণ দেখাতে না পারে, তবে তাদেরকে আরো কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।
 
তিনি আরও বলেন, আমরা ঘরের বাইরে থাকি, আপনাদেরকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। কিন্তু আপনারা সেটা শুনছেন না, পরবর্তীতে যদি আপনারা ঘরের বাইরে আসেন তাহলে আপনাদেরকে আরও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
 

সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক