যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ৪:০৬:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ (কেশবপুর) আসনে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

গত ৪ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদাক নজরুল ইসলাম মঞ্জুকে আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা আল্হাজ্ব আবদুস সামাদ বিশ্বাস, নুরুজ্জামান তপন, মোস্তাফিজুর রহমান, মশিয়ার রহমন, প্রভাষক আবদুর রাজ্জাক ও প্রভাষক আলা উদ্দীন আলাকে সদস্য করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

 

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক