কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থ প্রদান

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০ | আপডেট: ৫:৩৬:অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণের লক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসা ও কলেজে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বুধবার ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ১৬ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা পরিষদ হল রুমে অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। প্রধান অতিথি হিসেসবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতার ব্যয় নির্বাহে উপজেলার ১২৪টি স্কুল, মাদ্রাসা ও ১৩ কলেজে ৪ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক