মোংলায় র‌্যাবের অর্থ সহায়তা পেলো সুন্দরবনের আত্মসমর্পিত বনদস্যুরা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ | আপডেট: ৮:৩৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

সুন্দরবনের আত্মসমর্পনকারী জলদস্যুদের অর্থ সহায়তা দিয়েছে র‌্যাব সোমবার দুপুর ৩টায় মোংলা বন্দরের পিকনিক কর্নার ঘাটে বনের ২৭ টি বাহিনীর ২৮৪ জন সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেন র‌্যাব এর সদস্যরা

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

পর্যাক্রমে সুন্দরবনের আত্নসমর্পনকারী জলদস্যু জাহাঙ্গীর, শান্ত, মাষ্টার, সাগর, কবিরাজ, খোকা বাবু এবং নোয়া বহিনীসহ ২৭টি বাহিনীর ২৮৪ জন সদস্যদের মাঝে নগদ অর্থ হস্তান্তর করা হবে

র‌্যাব এর কর্মকর্তা নিয়ামুল ইসলাম জানান, করোনাকালীন সময় সুন্দরবনের আত্নসমর্পনকারী জলদস্যুরা তাদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হচ্ছে। তাই জলদস্যুদের সরকারের পক্ষ থেকে সহায়তার জন্য নগদ হাজার ৫০০ টাকা করে ২৭টি বাহিনীর ২৮৪ জন সদস্যকে অর্থ সহায়তা দেয়া হবে। প্রথম পর্যায় মোংলা, বাগেহাট খুলনাতে ৫৪ জন এবং আজ দ্বিতীয় পর্যায় ১০৪ জনকে অর্থ প্রদান করা হলো। এছাড়া বাকি ১২৮ জনকে সরকারের পক্ষ থেকে নগত অর্থ প্রদান করা হবে

 

এছাড়াও বিশেষ করে বছরের ঈদের সময় দস্যুরা পরিবার পরিজন নিয়ে যাতে ভাল ভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে লুঙ্গি, শাড়ি এবং সেমাই চিনি তুলে দিয়েছেন

 

অনেকেই সুন্দরবনের দস্যু জীবন ছেড়ে যারা ভালো পথে ফিড়ে আসছে, সকল জলদস্যুদের সাবলম্বী করার জন্য বিভিন্ন সময় সহায়তা করে আসছে সরকার। আর সরকারের তহবিল থেকে জলদস্যুদের সহায়তার কার্যক্রমর‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব এটি সঠিক ভাবে বাস্তবায়ন করে আসছে

 

গত ২০১৮ সালের ২৯ জুন মোংলা বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ জমা দিয়ে প্রথম আত্নসমর্পন করে দস্যু মাষ্টার বাহিনী সদস্যরা


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা