মোংলায় নির্বাচনী আচরন বিধি লংঘনে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মির অর্থদন্ড

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ | আপডেট: ১০:১২:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে দু পক্ষের কর্মিদের মধ্যে মারামারির ঘটনায় আচরনবিধি লংঘনের অভিযোগ উঠেছে দুই কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। শনিবার (২ জানুয়ারী) বিকেলে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ বাহাদুর মিয়া ও শেখ জাহাঙ্গীর হোসেনের কর্মিদের মাঝে অনভিপ্রেত এ ঘটানার বতারনা  হলে প্রার্থীদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এসময় তাদের কর্মিদের অর্থ দন্ড দেওয়া হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশি ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই প্রার্থীর দুই কর্মি যথাক্রমে ছাব্বির (১৯) ও মনিরকে (৩০) তিন হাজার করে মোট ছয় হাজার টাকার এই অর্থ দন্ড দেয়। মোঃ ছাব্বির স্থানীয় মাদ্রাসা রোডের আনোয়ার শেখ এবং মোঃ মনির গুচ্ছ গ্রামের ফরহাদ সর্দারের ছেলে বলে জানা গেছে।

উক্ত জরিমানার সময় দুই কাউন্সিলর প্রার্থী মোঃ বাহাদুর মিয়া ও শেখ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। উভয় প্রার্থীকে হুশিয়ার করে দেন এবং নির্বাচনী আচরনবিধি মেনে চলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশি।পরবর্তীতে এ ধরনের কোন অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্যে সাবধান করা হয়।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা