মামলা এড়াতে পাইকগাছায় পাওনাদারকে পিটিয়ে দেনাদারের সহযোগী হাসপাতালে

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ | আপডেট: ৯:০৮:অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় পাওনা টাকা ফেরত চাওয়ার অপরাধে পাওনাদারকে পিটিয়ে মামলা এড়াতে দেনাদারের সহযোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,রোববার সন্ধা সাড়ে ৭ টায় উপজেলার হিতামপুর গ্রামের জেলেপাড়ায়। স্থানীয় সীতেনাথ বিশ্বাসের মুদি দোকানের সামনে দেনাদার জাহাঙ্গীর আলমকে পেয়ে পাওনাদার অসীম বিশ্বাস ২৬ হাজার ৬শ টাকা ফেরত চায়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

যা নিয়ে জাহাঙ্গীর আলম ও তার সহযোগী গোলাম মোস্তফা কথা কাটাকাটির এক পর্যায়ে সীতেনাথের নির্দেশ অসীম বিশ্বাসকে বেধড়ক মারপিট করে আহত করে। অসীম জানায়, ২০১৭ সালে সাগরে ৬ মাসের জন্য মাছ ধরতে যাওয়ার চুক্তিতে ৮০ হাজার টাকা নেয়। ৪ মাস কাজ করার পর বাড়িতে বেড়াতে এসে আর কাজে ফিরেনি। এ ঘটনা ঘটার পর মামলা ভয়ে দেনাদারের সহযোগী মোস্তফাকে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে দেনাদার জাহাঙ্গীর আলম জানায়, টাকা চাইতে এসে অতর্কিতভাবে অসীম তাদের মারপিট করেছে।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক