মাগুরাঘোনায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ | আপডেট: ৯:২২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মাগুরাঘোনায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগমের ছেলের বিরুদ্ধে কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মাতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী উপজেলার বাদুড়িয়া গ্রামের আলা আমিন মোড়লের কিশোরী কন্যা লিমা খাতুন (১৪) বেলা ১০ টার দিকে তার শয়ন কক্ষে একা শুয়েছিল। এ সময় তাদের বাড়িতে কোন লোক না থাকার সুবাদে একই গ্রামের সামাদ গাজী ও মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগমের পুত্র মোঃ রাসেল গাজী (১৮) তার শয়ন কক্ষে প্রবেশ করে তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে বিবাদী প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় কিশোরীর মাতা রোজিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক