চুকনগরে মুখমন্ডল মানুষের আকৃতির ছাগলের বাচ্চা জন্ম

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ | আপডেট: ৮:১৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চুকনগরে মুখমন্ডল মানুষের আকৃতি এক ছাগলের জন্ম দিয়েছে মা ছাগল। ঘটনাটি ঘটেছে উপজেলার চাকুন্দিয়া গ্রামে। এ ঘটনায় শত শত উৎসুক জনতা ছানাটিকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করছে।

সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের দোকান ঘরে জামাল উদ্দীন শেখের পুত্র সুমন শেখের ছাগলের একটি বাচ্চার জন্ম হয়। এর কিছুক্ষন পর আরেকটি বাচ্চা জন্ম হওয়ার সময় মুখ খুঁজে পাওয়া যায়নি। অনেক কষ্টে ২য় বাচ্চাটি হওয়ার পর বাচ্চাটি দেখে উপস্থিত মহিলারা অবাক হয়ে যায়। মহিলারা জানায় ছাগলের বাচ্চাটির মাথাটি মানুষের মত গোলাকার ও মানুষের মত চুল। নাক, কান ও গাল অথ্যাৎ মুখ মন্ডল অবিকল মানুষের মত। গলা থেকে নিচের অংশ ছাগলের আকৃতির। ছাগলের মত চারটি পা আছে। জন্মের পর বাচ্চাটি প্রায় আধা ঘণ্টা জীবিত ছিল। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ছাগলের বাচ্চাটিকে একনজর দেখার জন্য তার বাড়িতে হাজির হয়।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক