বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা ও মোড়েলগঞ্জে পৃথক কর্মসূচি পালন

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৭:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোংলা ও মোড়েলঞ্জে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ। কর্মসূচির মধ্যে ছিল মোংলায় ফুল দিয়ে মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন র‌্যলি আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন।মোংলা আওয়ামীলীগের দলীয় নেতা কর্মিরা ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ গ্রহন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা ১০টায় দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে স্মৃতিস্তম্ভে মাল্যদান করেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা সভাপিত ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বিজয় মিছিলে নেতৃত্ব দেন।

 

পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা সাধারণ সম্পদক এম এমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক তাজিনুর রহমান পলাশ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন।

 

পরে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আব্দুর রাজ্জা মজুমদার, মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, মোরশেদা আক্তার, আজমিন নাহার, আলমগীর হোসেন বাদশা প্রমুখ।

 

মোরেলগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ২১বার তোপধ্বনি শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের প্রতিনিধিরা। বুধবার বেলা ৭টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে।

 

এছাড়াও সরকারি এসএম কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, প্রেস ক্লাব, উপজেলা স্কাউটস্, জাতীয় পার্টি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মিকাইল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল এ সময় উপস্থিত ছিলেন।

 

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচী পালন করছে।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা