বিকেবি মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের মধু সংগ্রহ উদ্বোধন

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ | আপডেট: ৯:০৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
কুল্যার মধু চাষীর ম্যাগ মধু সংগ্রহ উদ্বোধন করছেন বিকেবি’র মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শাহা নেওয়াজ মোঃ ফয়সাল।

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সাতক্ষীরা অঞ্চলের গুনাকরকাটি শাখার এস এম ই খাতে বিনিয়োগকৃত মধু চাষীর মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিকেবি গুনাকরকাটি শাখার পক্ষ থেকে আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের মধু চাষী আলহাজ্ব আয়ুব আলিকে এসএমই খাতে ঋণ প্রদান করেছিল। মধু চাষী রেইর বাজার সংলগ্ন মাঠে ২০/২৫ বিঘা জমি সরিষা চাষ করেছেন। এই ক্ষেত থেকে মধু সংগ্রহের জন্য ১৮০ টি বক্স স্থাপন করা হয়েছে। ম্যাগ মধুর চলতি বছরের সরিষা ফুলের মধু সংগ্রহ উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শাহানেওয়াজ মোঃ মোস্তফা ফয়সাল।

 

এসময় আঞ্চলিক কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা প্রশান্ত ঘোষ, গুনাকরকাটি ব্রাঞ্চের ব্যবস্থাপক গোলাম মোস্তফা, ম্যাগ মধু সংগ্রহ প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব আয়ুব আলি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স