বাগেরহাট পুলিশ সুপারের উপস্থিতিতে মোংলায় নারী নির্যাতন ও ধর্ষন প্রতিরোধ মূলক সভা

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ | আপডেট: ১০:৫২:অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

বাগেরহাট জেলা পুলিশের অংশগ্রহনে মোংলা থানা পুলিশের  আয়েজনে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মাকোড়ডোন সাইক্লোন শেল্টার চত্বরে এক সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, অপনার সন্তান কোথায় যাচ্ছে কি কোরছে তা খোজ খবর নেয়া আপনার দায়িত্ব।আপনার সন্তানের প্রতি আপনাকে দায়িত্বশীল হতে হবে। ধর্ষণের মত এমন ঘটনা ঘটছে অভিভাবকদের অসচেতনতার কারনে। অভিভাবকের উচিৎ তাদের সন্তানের প্রতি খেয়াল রাখা।মাননীয় প্রধানমন্ত্রী আইন বলেছেন যে লোক ধর্ষণ করবে তার শাস্তি মৃত্যুদন্ড করার আইন করা হয়েছে। সুতরাং ধর্ষণের মত অপরাধ যারা করবে তাদের কোন রেহাই নাই। সভায় সভাপতিত্ব করেন মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,সহকারি সিনিয়র এএসপি মোঃআসিফ ইকবাল, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মোংলা সরকারি কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তিতায় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের ধর্ষণের শাস্তি সম্পর্কে সবাইকে সচেতন করতে অনুরোধ করেনে। এবং নেশা ও ধর্ষণ একটি সামাজিক ব্যধি কে সমাজ থেকে উৎপাটনে সবার অংশ গ্রহনের উপর তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা