বাগেরহাটের মোংলায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই, পথে বসেছে দুটি পরিবার

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ | আপডেট: ১১:২৬:পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

বাগেরহাটের মোংলায় অগ্নিকান্ডে দুটি দোকান ভষ্মিভুত ক্ষতির পরিমান প্রায় ৮ লক্ষ টাকা।অগ্নি কান্ডের সময় দোকান বন্ধ থাকায় মালামাল সরাতে সক্ষম হয়নি দোকান মালিকগন ।দুটি পরিবার পথে বসেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

জানা গেছে মোংলা পৌরসভার ৭নং ওয়ার্ডে কলেজ রোডে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছ,এতে ২টি মোটরসাইকেল গ্যরেজে  সার্ভিসিংয়ের জন্যে রাখা গ্রাহকদের মোটর সাইকের ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। যাতে সম্পূর্ন পথে বসেছে দোকান মালিক ও মেকানিকদ্বয় এবং ক্ষতির পরিমান প্রায় প্রায় ৮ লক্ষ টাকা।

 

মঙ্গলবার বিকাল ৪টার সময় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শর্ট শার্কিট এর মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।স্থানীয় ফায়ার সার্ভিসির কয়েকশ গজ দূরে দোকান দুটির অবস্তান হওয়ায় দ্রুত তারা আগুন নেভাতে সক্ষম হয়।

 

সরেজমিনে গেলে প্রত্যক্ষ দর্শীরা জানায় মঙ্গলবার বিকাল ৪টায় হঠাৎ করেই তারা আগুনের শিখা দেখতে পায়। এবং মুহুর্তের মধ্যে তা লেলিহান শিখায় পরিনত হয়।আসে পাশের লোকজন সায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের সময় ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো বলে জানান এলাকাবাসী।

 

এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ মোটরগাড়ি গ্যারেজ মালিক দের আত্নিয়রা জানায় আমাদের একমাত্র আয়েরউৎস এই গ্যারেজ। অগ্নিকাণ্ডের কারনে সব কিছু পুড়ে  শেষ হয়ে গেছে।আমরা পথে বসে গেছি।গ্যারেজে গ্রাহক সাধারণের অনেক মটরগাড়ী ছিলো সব পুড়ে শেষ।আগুনে প্রায়৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে।আমরা গরিব মানুষ আমরা কিভাবে মানুষের ক্ষতি পূরন দেবো।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা