ফুটবল রেফারী নুুরুজ্জামান মুকুল এর আকর্ষিক মৃত্যু: কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির শোক

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০ | আপডেট: ১২:২৫:অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ(সাতক্ষীরা):
কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর ফুটবল রেফারী শেখ নুরুজ্জামান মুকুল আর নেই। তিনি ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাজার গ্রাম রহিমপুর মৃত মাস্টার শেখ আব্দুর রশিদ এর বড় পুুত্র। মুত্যকালে স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে বুকে ব্যাথা অনুভব করে গ্রাম্য ডাক্তার আবুল কাশেম কে দিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। বিকাল ৫টা ৪০ মিনিটে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তার ছোট ভাই বকুল ও প্রতিবেশীরা কালিগঞ্জ হাসাপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত ডাঃ শাহিনুর ইসলাম মুকুলকে মৃত ঘোষনা করেন। মরহুম এর নামাজের জানাজা আজ বুধবার বা(১১ মার্চ) বাদ আসর মহাতপুর রওজাতুল জান্নাত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মেম্বর নুুরুজ্জামান মুকুল এর আকর্ষিক মৃত্যুতে পরিবার সহ কালিগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমান, সাধারন সম্পাদক, সাবেক চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খাঁন লতিফুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখঃ ছাদেকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাষ্টার আঃ ছালাম, উপজেলা জাপার তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদউল্যাহ বাচ্চু, উপজেলা জাপা নেতা ফজল্লুল হক মেম্বার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্র সমাজ সভাপতি মোঃ নূরইসলাম (বাবু), সাধারন সম্পাদক শেখঃ শাওন, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি শেখ শাকির আহম্মদ, মৌতলা ইউনিয়ন সভাপতি মাওঃ মোঃ মশিউর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, দক্ষিণ শ্রিপুর সভাপতি মোঃ আলমগির হোসেন সহ কালিগঞ্জ উপজেলা জাতিয় পাটি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু গভীর শোক ও শোক সন্ত্রস্ত্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক