প্রচন্ড শীত বৃষ্টি উপেক্ষা করে খালের পানি স্বাভাবিক করলেন এসিল্যান্ড

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯ | আপডেট: ২:১৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মো: সাইদুজ্জামান শুভ:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের বারানগর সরকারি খাল ও ভরাট জমি বিভিন্ন ব্যক্তির মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হয়।

পরবর্তীতে সেখানে দেখা যায় মাছ চাষের জন্য ঘের করা হয়েছে। ফলে পানি প্রবাহের জন্য যে ১০ ফুট করে জায়গা ছেড়ে দেওয়ার কথা সেটি ঠিকমতো ছাড়া হয়নি।


শুক্রবার(২৭ ডিসেম্বর) সকালে প্রচন্ড শীত বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম পানি প্রবাহ স্বাভাবিক করতে ঘটনাস্থলে যান ও মৎস্য ঘেরের মধ্য ভেড়িবাধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করেন।


এ সময় পাটকেলঘাটা থানা পুলিশ, খলিষখালী ফাঁড়ি পুলিশ, গ্রাম পুলিশ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাসহ খলিষখালী বারানগর এলাকার জনসাধারণ এ কাজে সহযোগিতা প্রদান করেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক