কপিলমুনিতে পাইকগাছা থানার ওসি’র মতবিনিময়

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯ | আপডেট: ২:২৭:অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

প্রতিবেদক, কপিলমুনি(খুলনা):
খুলনার কপিলমুনিতে সকল ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর প্রতি গুরুত্বারোপ করে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন পাইকগাছা থানার অফিসার ইচার্জ (ওসি) এমদাদুল হক শেখ।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, আ’লীগ নেতা নির্ম্মল কুমার মজুমদার, সাধন ভদ্র, মানিক লাল সিংহ, রাজীব গোলদার, সরদার জাহাঙ্গীর আলম, বিপ্লব দত্ত, পলাশ দে, দীপ্ত চন্দ্র প্রমূখ।


মত বিনিময়কালে ওসি বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার বিকল্প নেই। তাই অনতিবিলম্বে আপনাদের স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে সিসি ক্যামেরা বসাতে হবে।

 

 

সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক