পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সমিতির ত্রাণ বিতরন

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ | আপডেট: ২:১৭:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা):
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে বেকার ও কর্মহীন মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। অসহায় হতদরিদ্র মানুষ ইতিমধ্যেই পরিবার পরিজন নিয়ে অভাবের সাথে লড়াই শুরু করেছে। খাদ্যের সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এদিকে লক্ষ্য রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা শ্রমজীবি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ বৃহস্পতিবার সকাল ১০টায় ১শ ১০জন হতদরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণকৃত প্রতিটি ত্রানের প্যাকেটে দেয়া হয় ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ,২কেজি আলু,১ কেজি ডাল, ৫শ গ্রাম সরিষার তেল ও ১টি সাবান। ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা অজয় ঘোষ, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ রহমত আলী, বর্তমান সভাপতি মীর আবুল কালাম আজাদ মিলন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ, সদস্য দীপংকর ঘোষ, শেখ রেজাউল করিম, উদয় ঘোষ, শেখ আবীর হাসান, মফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান ও সাংবাদিক মুজিবুর রহমান প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক