ত্রাণের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ | আপডেট: ৮:১৩:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ বিক্ষোভ হয়। বিক্ষোভে বাঁকাল ইসলামপুর (চর) ভূমিহীন জনপদের ত্রাণবঞ্চিত সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

বিক্ষোভে এ সময় নেতৃত্ব দেন, সিপিবি’র জেলা সম্পাদক আবুল হোসেন, ক্ষেত মজুর সমিতির জেলা সভাপতি ইয়ার আলী, আ’লীগের স্থানীয় নেতা আশরাফুল আলম, মাসুম বিল্লাহ প্রমুখ। পরে ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে তাদেরকে ছত্র-ভঙ্গ করে দেয়  পুলিশ।

আবুল হোসেন জানান, বাঁকাল এলাকার ইসলামপুর চর এলাকায় ভূমিহীন জনপদে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করেন। এপর্যন্ত সেখানে কেউ ত্রাণ পাননি। বারবার বলার পরেও স্থানীয় কাউন্সিলর কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নামতে হয়েছে। 

তবে  ইসলামপুর চরে ২শ’ পরিবারকে দেড় হাজার করে টাকা দেওয়া হয়েছে জানিয়ে পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম জানান, সেখানে দেড় হাজারের মত ভোটার রয়েছে। ২শ’ জনকে চালের কার্ড করে দেওয়া হয়েছে। বরাদ্দ সাপেক্ষে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং আগামীতে হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচাজ (ওসি) আসাদুজ্জামান জানান, ত্রাণ বঞ্চিত মানুষ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করছে, এমন সংবাদে সেখানে উপস্থিত হই। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদেরকে ত্রাণ পাইয়ে দেয়ার আশ^াস দিলে তারা বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করে যার যার অবস্থানে চলে যায়।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক