পাটকেলঘাটা ও তালায় ৫জনের শরীরে করোনা সানাক্ত: মোট আক্রান্ত ৬২

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ | আপডেট: ৪:১৮:অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
সাতক্ষীরার পাটকেলঘাটা ও তালায় স্কুল শিক্ষিকা ও ব্যাংক কর্মকর্তা সহ  নতুন করে পাঁচজনের শরীরের করোনা ভাইরাস পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১জুলাই)  দুপুরে তালা স্বাস্থ্য বিভাগ  এ তথ্য নিশ্চিত করেছে।
 
নতুন আক্রান্তরা হল, পাটকেলঘাটা থানার সোনালী ব্যাংক কুমিরার বাজার শাখার কর্মকর্তা সৌমেন কুমার পাল(৩৮), একই এলাকার স্কুল শিক্ষিকা অনামিকা(৩৪), সরুলিয়ার জাকির হোসেন(২৮), তালা থানার মাঝিয়াড়া গ্রামের  সায়েদ তারিকুল ইসলাম(৩২) ও শাহাজাতপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৪)।
 
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: ফারিয়া ফেরদৌস জানান, এ নিয়ে উপজেলায় মোট করোনা  আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬২। এরমধ্যে পুরুষের সংখ্যা ৪৮, মহিলা ১৪জন, সুস্থ হয়েছে ১০জন, মৃত্যু হয়েছে ১ জনের।
 
তিনি আরও জনান, আক্রান্তদের বাড়িঘর লকডাউন করার জন্য প্রশাসনকে জানান হয়েছে। রিপোট লেখা পর্যান্ত তালা ও পাটকেলঘাটা প্রশাসন আক্রান্তদের বাড়ি লকডাউনের  জন্য প্রস্তুতি নিচ্ছিল। 

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স