পাটকেলঘাটায় ৩৩তম চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ | আপডেট: ৭:৪৩:অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

ডেক্স রিপোর্ট:
লোকনাথ নাসিংহোমের উদ্যোগে ৩৩ তম চক্ষু চিকিৎসা শিবির গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু শিবিরে দুর দুরান্ত থেকে রোগীদের ৩০ টাকায় রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে রোগী দেখেন মেডিকেল অফিসার ডা.মনিরুজ্জামান,কো-অডিনেটর মার্কেটিং কাম পি আরও মোঃ সেলিম খান,নার্স মিসেস এ্যান্তেলিকা, সিএসএস রিভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল খুলনা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সার্বিক তত্বাবধানে পুলক কুমার পাল রোটারিয়ান মাদার তেরেসা শান্তিপদক প্রাপ্ত ও প্রতিষ্ঠাতা পরিচালক লোকনাথ নাসিংহোম । পরিচালক বলেন ৮বছর যাবৎ চক্ষু শিবির চলছে। এখানে অসহায় গরীব রোগীদের কম খরচে সেবা দেওয়া হয়।

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক