পাটকেলঘাটায় শিলা বৃষ্টি ও ঝড়ের তান্ডবে কৃষিতে ব্যাপক ক্ষতি সাধন

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯ | আপডেট: ৯:০৭:অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

পাটকেলঘাটা সংবাদদাতা:
পাটকেলঘাটায় শিলা বৃষ্টির কারণে কৃষককূলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার(৯ এপ্রিল) রাতে হঠাৎ প্রচন্ড বেগে ঝড় ও শিলা বৃষ্টির প্রভাবে পাটকেলঘাটা সহ আশপাশের গ্রাম গুলোতে কৃষি জমির ধান, আম, কলা গাছ, পেপে গাছ সহ শাঁকসব্জিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে দেখা যায়, প্রায় ৫০ মিনিটের এ ঝড়ের তান্ডবে আশ পাশের গ্রাম গুলোতে কৃষি ক্ষেতে ভেঙ্গে পড়ে আছে কলা গাছ, আম গাছ, পেপে গাছ সহ অনেক ফলজ বৃক্ষ। এলাকার কৃষকরা জানান, এ শিলা বৃষ্টিতে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরি বোরো ধানের। পাটকেলঘাটার কৃষক আব্দুল হালিম জানান, মঙ্গলবার রাতের এ শিলা বৃষ্টিতে ফোলা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, এবার ধানের বাম্পার ফলনে তার প্রায় ৩০ কাঠা জমিতে ধান উৎপাদন হতো ৩০-৩৫ মণ। তবে এ ঝড়ে তার আশা নিরাশায় পরিণত হয়েছে। এখন তিনি আশা করছেন তার ধান হবে সর্বোচ্চ ২০ মণ। কারণ তিনি জানান প্রচন্ড ঝড়ে ও শিলা বৃষ্টিতে ফোলা ধান চিটা মেরে যায়। এছাড়া ধানের জমিতে পানি জমে ধান অনেক জায়গায় মাটির সাথে মিশে গেছে। পাটকেলঘাটার রাঘবকাটী গ্রামের সালাম মোল্যা জানান, তার কয়েকটি আমগাছ ঝড়ে ভেঙ্গে পড়েছে। কিছুদিন আগে তার আমগাছের আম দর হয়েছিল ২৬ হাজার টাকা। ঝড়ে এমন ক্ষতি হয়েছে যে, তার আম এখন ৫ হাজার টাকাও বিক্রয় হবে কিনা সন্দেহ। একই গ্রামের শওকত মোল্লা বলেন, এ ঝড়ে তার কলা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া এ ঝড়ে বিদ্যুতের তারের উপর গছের ডাল পালা ভেঙ্গে পড়ার কারণে বিদ্যুৎ লাইনে সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনর্দূভোগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সারারাত বিদ্যুৎ বন্ধ ছিল। বুধবার যদিও কিছু কিছু যায়গায় বিদ্যুৎ কিছু সময় থাকলেও বিদ্যুৎ লাইনে মেরামত কাজের জন্য বিদ্যুৎ আশা যাওয়ার মত লুকোচুরি খেলা খেলায় মেতে ছিল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

naz/pat/ 9.05 pm


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক