পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: আহত- ২

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২ | আপডেট: ২:১২:অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২
সাতক্ষীরার পাটকেলঘাটায় বেড়েছে সড়ক দূর্ঘটনা। থামছেনা মৃত্যুর মিছিল। সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ফের যাত্রীবাহী বাস-ইজিবাইকের সংঘর্ষে এক নারী সহ দু’জন আহত হয়েছে।  আহতদের মধ্যে নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। 
 
বুধবার(২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মহাড়কের পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্প সংলগ্ন জামতলা নামক স্থান(পাটকেলঘাটা বাজার সংযোগ রাস্তা) এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
 
আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দোহাখোলা গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে মখফিরুল্লাহ(৫৫)। তবে অপর আহত নারীর নাম পরিচয় মেলেনি । আহতরা বর্তমানে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুলনাগামী যাত্রীবাহী বাসের(ঢাকা মেট্রো ১৫-১৫৯০) সাথে সাতক্ষীরাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক নারী যাত্রী সহ দুজন আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে পপুলার ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা। 
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় জানান,  ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থল থেকে  দূর্ঘটনায় আহতদের উদ্ধার  করেছে।
 
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স