পাটকেলঘাটায় মাছবাহী ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ শ্রমিক আহত

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ | আপডেট: ৮:৪৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা):
সাতক্ষীরার পাটকেলঘাটায় মাছবাহী ট্রাকের ধাক্কায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসের ঠিকাদারের সহযোগি শ্রমিক আব্দুল গনি(৪৫) মারাত্বকভাবে আহত হয়েছে। ঘটনাটি সোমবার(৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বলফিল্ড নামক স্থানে ঘটে। আহত আব্দুল গনি তালা উপজেলার চিংড়ি গ্রামের আকবর সানার পুত্র।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্থানীয়রা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বলফিল্ড মোড়ে রাস্তাপারাপারের সময় খুলনাগামী মাছবাহী একটি ট্রাক(নং-ঢাকা মেট্রো-ড ১৪-৬৫১২) তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়রা অবচেতন অবস্থায় আব্দুল গনিকে উদ্ধার করে স্থানীয় স্বাগতা ক্লিনিকে নিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ট্রাক ড্রাইভার ময়মনসিংহ জেলার কুকুরিয়া গ্রামের আব্দুল বাতেনের পুত্র সজিব মোল্যা(২৫) ও হেলপার গোপালগঞ্জ জেলার ফজলু শেখের পুত্র জাফর শেখ(৩৫) কে ট্রাকসহ আটক করা হয়েছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক