পাটকেলঘাটায় মহাসড়কের পাশে পাওয়া গেল জীবিত নবজাতক

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০ | আপডেট: ২:৫৭:অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা):
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহা ব্রীজের খালের পাড় থেকে কাপড়ে জড়ানো একটি সদ্য ভূমিষ্ট মেয়ে নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে সবুজ নামের এক এ্যাম্বুলেন্স চালক।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার(১৪ মার্চ) দিবাগত রাত্র অনুমান ২.৩০ ঘটিকার সময় থানাধীন লোকনাথ ক্লিনিকের এ্যাম্বুলেন্স চালক মোঃ সবুজ সরদার সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী হস্তান্তর শেষে ফেরার পথে শাঁকদহা ব্রীজের খালের পাড়ে সদ্য ভূমিষ্ট বাচ্চাটিকে দেখে সেখান থেকে উদ্ধার করত: নিজ হেফাজতে দেখভাল করছেন। সবুজ সরদার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড এলাকার সোনাই সরদারের ছেলে।

সবুজ সরদার জানান, তার আট মাসের একটি কন্যা সন্তান রয়েছে। কুড়িয়ে পাওয়া এ কন্যাটিকেও সে নিজের কাছে রেখে তাঁর মেয়ের মতই বড় করতে চাই।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সে কার সন্তান বা কে ফেলে রেখে গেছে সেটি জানা যায়নি। তবে শিশুটি সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক