পাটকেলঘাটায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৩সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ | আপডেট: ৭:২৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা):
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সৈয়দপুর গ্রামে দু’বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ৩ ডাকাত দলের সিন্ডিকেট সদস্যকে প্রেফতার করেছে থানা পুলিশ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস


থানা সুত্র জানায়, গত ২৭ জানুয়ারী ২০২০ তারিখে সৈয়দপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অমর চন্দ্র ঘোষ ও নির্মল ঘোষের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি হয়। এ ঘটনায় থানা পুলিশ বিশেষ অভিযানে ৩ ডাকাত দলের সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়।


সিনিয়র সহকারী পুলিশ সুপার(তালা-পাটকেলঘাটা সার্কেল) হুমায়ুন কবীর ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা জেলা ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের মৃত আনছার সরদারের পুত্র আবুল হোসেন সরদার(৪৫), তালা থানা চাঁদকাটি গ্রামের মৃত শওকত মোল্লার পুত্র আশরাফুল মোল্লা(৩২) ও সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে মোঃ মহিদুল ইসলামের পুত্র আব্দুল কাদের ওরফে মিঠু(২৬) কে ডাকাতি ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রফতার করে। গ্রেফতারকৃতদের কাছে থাকা নকিয়া মোবাইল( মডেল- ২২০) উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোর্ট আইনের মামলা(নং-০৭) হয়।


এ ব্যাপারে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আটককৃতরা ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


সুন্দরবনটাইমস.কম/রিপন হুসাইন


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক