পাটকেলঘাটায় দুই কম্পিউটারের মালিক ও সহযোগীকে বিনাশ্রম কারাদন্ড

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯ | আপডেট: ৭:৫৪:অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

মোঃ সাইদুজ্জামান শুভ :

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডের পলাশ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার এ অভিযান চালিয়ে জাল দলিল, জাল সিল ও ভুয়া খতিয়ান জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত গণউপদ্রবমূলক কাজ করে আসছিল এবং জনগণকে ধোকা দিয়ে আসছিল।

তারই প্রেক্ষিতে সোমবার(১৩ নভেম্বর) বিকাল ৩টার সময় এক অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ সময় দুইটি কম্পিউটার ও সিপিইউ জব্দ করা হয়।

পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে পল্লী বিদ্যুৎ রোডে অবস্থিত পলাশ কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার এর মালিক পলাশ(৩৫), সহযোগি মোঃ সাইফুল্লাহ(২৯) এবং শাহিন কম্পিউটারের মালিক মোঃ আবু শাহিন( ২৮) কে এহেন কাজ করার সময় সময় হাতে নাতে ধরা পড়ে।

এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০এর ২৯১ ধারায় গণউপদ্রব সৃষ্টির জন্য প্রত্যেককে এক মাস করে বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক