পাটকেলঘাটায় কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯ | আপডেট: ৭:৪৬:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

ডেক্স রিপোর্ট:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটা কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ অক্টোবর) সকাল ১০টায় থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এর সভাপতিত্বে, এসআই শাহাদাৎ হোসেন এর পরিচালনায় এবং পাটকেলঘাটা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(তালা-পাটকেলঘাটা সার্কেল) মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ আব্দুস সামাদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, কুমিরা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার পুলিশিং কমিউনিটি এর সাধারন সম্পাদক সাংবাদিক মফিদুল ইসলাম, শিক্ষক হোসনে আরা খানম।
এ সময় বক্তারা পাটকেলঘাটা থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ র‌্যালী পরবর্তী অলোচনা সভায় মাদক ও জঙ্গী সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ যাতে কমিয়ে আনা যায় সেই বিষয়ে সাধারণ মানুষের সাথে খোলামেলা আলোচনা করেন।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক