পাটকেলঘাটার সরুলিয়ায় মহাশ্মশান কালীমন্দিরের উদ্বোধন

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯ | আপডেট: ৮:১০:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

ডেক্স রিপোর্ট:
পাটকেলঘাটার সরুলিয়ায় সর্বস্তরের মানুষের কল্যান ও মঙ্গল কামনা করে সরুলিয়া মহাশ্মশান প্রাঙ্গনে উদ্বোধন করা হলো সরুলিয়া মহাশ্মশান কালী মন্দিরের।
গতকাল দুপুর ১২ টা ১ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহা ধুমধাম করে বিশ্বশান্তিকল্পে শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে উদ্বোধন হলো সরুলিয়া মহাশ্মশান কালী মন্দিরের। মন্দির উদ্বোধন শেষে মন্দির কমিটির সভাপতি অসীত ঘোষের সভাপতিত্বে ও সরুলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক কল্যান ঘোষের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির কমিটির সদস্যদের উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তোষ সাহা, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ সভাপতি এ্যাড. নরনারায়ন ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা থানা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নারায়ন মজুমদার, সরুলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার অজিত ঘোষ, মাষ্টার অমর ঘোষসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক